শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী তিথিতে টাঙ্গাইলের দূর্গা মন্ডপগুলোতে সকল বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপচে পরা ভীড়। সারাদেশের মতো টাঙ্গাইলেও (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবী দূর্গার মহাঅষ্টমী পূজা। অষ্টমী তিথিতে দেবী দূর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিতে ভোর থেকেই মন্ডপগুলোতে সকল বয়সী ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় দেবীর পূজা। ১০৮টি পদ্ম ফুল এবং প্রদীপ দিয়ে দেবী দূর্গার আরাধনা করা হয়। সকল বয়সী নারী-পুরুষ জগতের মঙ্গল ও শান্তি কামনায় দেবী দূর্গার পায়ে পুষ্পাঞ্জলী প্রদান করেন। পুরোহিতের মন্ত্র পাঠ, শঙ্খ, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের বাদ্যের শব্দে মুখোরিত হয়ে ওঠে মন্ডপগুলো।
শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন হচ্ছে আজ অষ্টমীতে। পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সব চেয়ে গুরুত্বপূর্ণ তিথি মহাঅষ্টমী। এই তিথিতে দেবীর পূজার পাশাপাশী বিভিন্ন মন্ডপে আয়োজন করা হয় কুমারী পূজার। অনেক মন্ডপে দেয়া হয় মহিষ, পাঠা বলি। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয় মন্ডপ কর্তৃপক্ষের পক্ষ হতে।