টাংগাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর তানভীর আহমেদ তুষার গ্রেফতার।
আদালত সুত্রে জানা গেছে, মিথ্যা মামলায় সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হলে সাক্ষীগনের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।
স্থানীয় নেতা-কর্মীরা বলেন, করটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর তানভীর আহমেদ তুষার ৫ই আগষ্টের পর করটিয়া সহ আশেপাশের অর্থবিত্ত ও নিরীহ লোকেদের মামলায় জড়িয়ে অর্থ আদায়ের বিষয়টি আমরা জানতে পারি। জেলা যুবদলকে একাধিক বার অবহিত করলেও তারা কোনো ধরনের তদন্ত কিংবা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেননি।
স্থানীয়রা জানান, দেশে গত ৫ আগষ্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর যুবদল নেতা মীর তানভীর আহমেদ তুষারের অত্যাচারে অতিষ্ঠ পুরো এলাকাবাসী। প্রতিবাদ করলে মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি পেতে হয়। এমনকি এলাকায় মাদক কারবারিদের সাথে তুষারের ঘনিষ্ঠ থাকার অভিযোগও করেন এলাকাবাসী।
এনিয়ে সংগঠনের সংশ্লিষ্ট নেতা কর্মীদের প্রশ্ন করলে, তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজী হননি।