ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮অক্টোবর) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল মসজিদ রোড, আই এ বি মিলনায়তন মক্কা টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ,টাঙ্গাইল সদর থানার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু,প্রধান অতিথি হিসেবে – ইসলামী আন্দোলন বাংলাদেশ,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও এমপি মনোনিত প্রার্থী (চরমোনাই) -আলহাজ্ব আকরাম আলী,বিশেষ অতিথি হিসেবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি-আলহাজ্ব আব্দুল কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি-আলহাজ্ব আনিসুর রহমান সিল্টু সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন- ভালো নেতা ও নীতি চাই,এছাড়া মানুষের মুক্তি নাই,চাঁদাবাজি নয়,জমি দখল নয়, এবার সুযোগ এসেছে ইসলামী দলগুলো ঐক্যবন্ধ হয়ে কাজ করার। নেয় প্রতিষ্ঠা করার। পরে, টাঙ্গাইল সদর থানার নবগঠিত কমিটির সদস্যদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়া হয়।
এছাড়া,সঞ্চালনায় ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল সদর থানার সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম।