আজ সোমবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইল কালিহাতী যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায় দল নিবে না।

যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়। এর আগে গত শনিবার কালিহাতী উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন ধরে কালোবাজারি, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ সম্প্রতি তার নেতৃত্বে কালিহাতীর সাধারণ পাঠাগারে ঢুকে ভাঙচুর ও আওয়ামী লীগের কিছু সুবিধাভোগীদের নিয়ে উপজেলা প্রেসক্লাব দখলের অভিযোগ উঠে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রকাশ হয়। এতে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।