আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন পৌরসভা পাড়া মহল্লার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে ৩১ দফার লিফলেট। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে পৃথক পৃথক চারটি স্থানে উঠান বৈঠক করেন।
এছাড়াও মহিলা কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত করেন তিনি । এ সময় সাথে ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, সোনিয়া হামজা, হাওয়া বেগম, আশা আক্তার ও কোহিনুর বেগম প্রমুখ।
উপজেলার কাকুয়া ইউনিয়নে মহিলাদল আয়োজিত প্রস্তুতি সভায় অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, হাওয়া বেগম, আশা আক্তার ও কোহিনুর বেগম প্রমুখ।