টাঙ্গাইল, ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের ২০২৫–২০২৭ মেয়াদের কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস. এম. ফায়জুর রহমান।
সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান খান আইয়ুব, এবং সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াস খান পারভেজ, খন্দকার রকনুজ্জামান, মাহমুদা আক্তার মুন্নি ও মোরশেদ শিল্পী।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও একজন প্রত্যাহার করায় নির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের মাধ্যমে অ্যাডভোকেট এ. কে. এম. মনসুর রহমান খান বিপন ১১২ ভোট পেয়ে বিজয়ী হন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন— সরোয়ার হোসেন মারুফ, সাদিকুল ইসলাম শাহীন ও জামিউল হক সুমন। এর মধ্যে সাদিকুল ইসলাম শাহীন ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক খান, মোঃ মাসুদ রানা ও ভূইয়া মুসা।
সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুল মালেক আদনান, মোহাম্মদ সোলায়মান হায়দার টুটুল ও কাজীমুল ইসলাম।
আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মন্ডল ইসলাম ১৫০ ভোট পেয়ে বিজয়ী হন (তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন আলম পান ৯৭ ভোট)।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আতাউর রহমান মল্লিক ও মোঃ নাসির।
এছাড়া
কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সভার সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস. এম. ফায়জুর রহমান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম জহির।